Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশলে সরকার


১৯ আগস্ট ২০১৮ ১৭:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিতে যান ফখরুল।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেব। কিন্তু আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সে জন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে।’

ফখরুল বলেন, ‘স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা গণতন্ত্রকে মুক্ত করতে শপথ নিয়েছি। একইসঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছি।’

এক-এগারো নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি’র হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো তাদের হাতে। এক-এগারোর সরকার তো তারা এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক-এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই এক্সপেরিয়েন্স তাদেরই আছে। এক-এগারোর ষড়যন্ত্র তারাই করছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এটি

এক-এগারো নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর