Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েতে নাচলেন ও গাইলেন পুতিন


১৯ আগস্ট ২০১৮ ১৪:২৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসেল(৫৩) ও কনে উলফগ্যাং মেলিঞ্জার(৫৪) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তাদের এই বিয়েটি বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে ঠিক অন্য একটি কারণে। বিবিসি জানায়, দক্ষিণ অস্ট্রিয়ার স্টেরিয়া প্রদেশে নেইসেল ও মেলিঞ্জারের বিয়েতে নেচে-গেয়ে অনুষ্ঠান মাতিয়েছেন রাশিয়ার প্রবল ক্ষমতাধর প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন! নানান কাজে পারদর্শী পুতিনের অনেক গুনের মাঝে এই গুনটাও আর অজানা রইলো না।

বিজ্ঞাপন

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ রাশিয়ার গণমাধ্যমকে বলেন, বিয়েতে পুতিন বর ও কনের সাথে ঘনিষ্ঠ সময় কাটান। তিনি নববধূকে ফুলের তোড়া ও গ্রামীণ জীবনযাত্রার উপর আঁকা একটি পেইন্টিং উপহার দেন। অনুষ্ঠানের বাদক দলের সাথে পুতিন সুর মিলান এবং তাকে নাচতেও দেখা যায়। পুতিন জার্মান ভাষায় হাস্যরসাত্মক বক্তৃতা দিয়ে অনুষ্ঠান মাতিয়েছেন বলেও পেসকোভ জানান। এছাড়া, বানিয়েছেন বর-কনের জন্য মজাদার টোস্ট।

তবে পুতিনকে বিয়েতে আমন্ত্রণ জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন কারিন নেইসেল। বিরোধীরা দাবি করছে, নেইসেল পুতিনকে তার বিয়েতে আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতির প্রতি অবজ্ঞা করেছেন। অস্ট্রিয়ার সাধারণ নাগরিকদেরও অভিযোগ পুতিনের আগমনে নিরাপত্তার জন্য সরকারি কোষাগার থেকে বাড়তি অর্থ খরচ করতে হয়েছে। তাই তারা সন্তুষ্ট নন!

লোকে যাই বলুক, নেইসেল ও মেলিঞ্জারের বিয়ের অনুষ্ঠান নিঃসন্দেহে পুতিন স্মরণীয় করেছেন। তাতে সন্দেহ নেই।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
সিরিয়ায় ফের হামলা হলে বৈশ্বিক গোলযোগ সৃষ্টি হবে: পুতিন

ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর