Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানজট নেই


১৯ আগস্ট ২০১৮ ১৩:৩৫

প্রতীকি ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকা যানজট মুক্ত রয়েছে। মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত একশ চার কিলোমিটার অংশে যানজট নেই।

গত কয়েকদিন টানা যানজটের পরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে মহাসড়কের এই অংশে। ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহন বাড়লেও পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তা সহনীয় পর্যায়ে রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৮ আগস্ট) বিকেল থেকে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় যানজট কমে আসে। রোববার (১৯ আগস্ট) সকালে তা পুরোপুরি মুক্ত হয়ে যায়।

আগামীকাল সোমবার (২০ আগস্ট) থেকে সরকারি ছুটি শুরু হলে যানবাহনের চাপ আরো বাড়বে বলেও জানান ওসি। তবে আবার যেন দীর্ঘ যানজটের সৃষ্টি না হয় সেদিকে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানালেন তিনি।

সারাবাংলা/এসএমএন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর