Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিজিএফের চাল ওজনে কম, দিনাজপুর পৌরসভার স্টোরকিপার আটক


১৮ আগস্ট ২০১৮ ১৯:০০

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : অতি দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ করা ভিজিএফের চাল পরিমাণে কম দেওয়ার অভিযোগে দিনাজপুর পৌরসভার স্টোরকিপার মজিবর রহমান বাচ্চুকে (৪৫) আটক করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর পৌরসভায় অভিযান চালিয়ে সত্যতা পান ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।

এসময় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে চাল মেপে দেখা হয়। সেখানে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল পাওয়া যায়। ফলে অভিযোগের সত্যতা পাওয়ায় মজিবর রহমান বাচ্চুকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, অভিযোগের ভিত্তিতে দিনাজপুর পৌরসভায় এসে পরিমাপ যন্ত্রে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল পাওয়া যায়। চাল ওজনে কম দেওয়ার অভিযোগে পৌরসভার স্টোর কিপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

তবে চাল কম দেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি  সারাবাংলাকে বলেন, ‘চাল ওজনে কম দেওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এমআইআর/এসএমএন

 

ওজনে কম ভিজিএফ স্টোর কিপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর