Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ‘ডাকাত’ গ্রেফতার


১৮ আগস্ট ২০১৮ ১৮:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি গ্রেফতার আইয়ুব আলীকে (৪০) একজন ডাকাত।

শনিবার (১৮ আগস্ট) সকালে মধ্য ভাদুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আইয়ুবকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি ও তিন রাউন্ড গুলি।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, আইয়ুব আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

অস্ত্র ও গুলি ডাকাত লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর