‘আমরা ক্ষতিকর গুজবের পক্ষে নই’
১৮ আগস্ট ২০১৮ ১৩:৩১ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮ ১৬:৫৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘আমরা ক্ষতিকর গুজবের পক্ষে নই। তবে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ছাত্র আন্দোলনের এক নেতাকে পঙ্গু করে দেওয়া, শহীদ মিনারে একজন ছাত্রীকে লাঞ্ছিত করা কি গুজব? পুলিশ ও হেলমেটধারী সন্ত্রাসীদের একযোগে শিশু-কিশোর ও সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়া কি গুজব? এগুলো তো সবার সামনেই ঘটেছে। এদের কেন বিচারের আওতা থেকে দূরে রাখা হয়েছে?’
শনিবার (১৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেশ কিছু মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। অর্থাৎ আন্দোলনকারী ও সমর্থনকারীদের যে কাউকে এর আওতায় গ্রেফতারের সুযোগ রাখা হয়েছে।’
‘প্রবাদ করলে কি সে উসকানিদাতা হবে? তাহলে ’৫২ থেকে শুরু করে ’৯০-এ গণআন্দোলনে সমর্থনকারীরা কি অপরাধী?’— প্রশ্ন রিজভীর।
অবিলম্বে নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘মূলত আওয়ামী লীগ অমানবিক নষ্ট বুদ্ধির দল। মিথ্যাচার আওয়ামী লীগের প্রথাগত টেকনিক। মূঢ় অহংকারের কারণেই এদের পতন হয়। মিথ্যা বলা ও প্রতিশ্রুতিভঙ্গই এদের রাজনীতীর জীবিকা।’
নিজ বাড়িতে অবরুদ্ধ মওদুদ
শুক্রবার (১৭ আগস্ট) সকাল থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মানিকনগর নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই মওদুদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘শুক্রবার দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলে তাদের পুলিশ বাধা দেয় এবং সেখান থেকে ১০ জনকে আটক করে। আজও কোনো নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে পারছেন না।’
রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় চালাতে সম্পূর্ণ ব্যর্থ। সড়কে মৃত্যুর মিছিল থামছে না, এ মুহূর্তে সব মহাসড়কে ৩০-৪০ কিলোমিটার করে যানজট। ওবায়দুল কাদের সড়কে শিশু-কিশোরদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তো তারা রাস্তায় নেমেছে। এ পবিত্র ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে না শুধুমাত্র ওবায়দুল কাদেরের ব্যর্থতার কারণে।’
‘জনগণের ভোটে ওবায়দুল কাদের জিততে পারবেন না। কারণ ক্ষমতার প্রতি তীব্র আবেগে তার বিবেক বিবশ হয়ে গেছে। আর সেজন্যেই মওদুদ আহমেদকে নিজ বাড়িতে পুলিশকে দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন ওবায়দুল কাদের। যেন ব্যরিস্টার মওদুদ আহমদ এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীকের সঙ্গে দেখা করতে না পারেন’— বলেন রিজভী।
ওবায়দুল কাদেররা নিজেরাই নিজেদের অনাচার ও অপকর্মের দ্বারা ১/১১-এর পুনরাবৃত্তির পথ প্রশস্ত করছেন— এমন মন্তব্য করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবিন্ন রকম দুঃস্বপ্নে অস্থির ও শঙ্কিত হয়ে পড়েছেন। মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হরণ করে যে শূন্যতার সৃষ্টি করেছেন, তাতে ধেয়ে আসা প্রতিবাদী মানুষের টর্নেডোতে ভয় পেয়ে ওবায়দুল কাদেররা বেসামাল হয়ে পড়েছেন।’
‘তাই কখনও ভয়ের কথা বলছেন, কখনও ধমকের সুরে কথা বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, যারা নাগরিক স্বাধীনতা কেড়ে নেয় তারা আগ্রাসী শক্তি। যারা জনগণের দাবিকে রক্তাক্ত করে, তারা দেশের শত্রু। যারা শিশু-কিশোরদের রক্ত নিংড়ে নেয় ও প্রতারণা করে, তারা মনুষত্বহীন। তাদের হাতে দেশের সার্বভৌমত্ব দুর্বল। তাদের বিরুদ্ধে যুদ্ধ ও নিরন্তর সংগ্রাম ন্যায়সঙ্গত। কাদের সাহেব, ধমক দিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না। চারিদিকে আপনাদের পতনের শব্ধ শোনা যাচ্ছে’— বলেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মোস্তাফিজুর রহমান বাবুল, আসাদুল করীম শাহীন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেনসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/টিআর