ইলেক্ট্রনিক্স সামগ্রীর আড়ালে ভেজাল ওষুধ আমদানি
২৯ ডিসেম্বর ২০১৭ ১৬:০৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৬:১৯
স্টাফ করেসপন্ডেন্ট
ইলেক্ট্রনিক্স সামগ্রীর আড়ালে চীন থেকে দেশে ভেজাল ওষুধ আমদানি করছে একটি চক্র। কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার সাহায্যে তারা এ অনৈতিক কর্মকাণ্ড করছে।
শুক্রবার দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্য আটক এবং তাঁতিবাজার এলাকায় তাদের গোডাউন থেকে ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়েছে। আটক করা আসামীরা হলেন- রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদ।
নজরুল ইসলাম বলেন, আটককৃতরা প্রায় সময়ই চীনে যাতায়াত করতেন। সেখানে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী ভেজাল ওষুধ তৈরির অর্ডার দেন। ক্যালশিয়াম ক্লোরাইডসহ নিম্নমানের উপাদান দিয়ে দামী জীবন রক্ষাকারী এ সকল ওষুধ তৈরি করা হয়।
তিনি আরও বলেন, চক্রটি চায়না থেকে ভেজাল ওষুধগুলো এনে একটি গোডাউনে রাখত। তারপর ডিস্ট্রিবিউটদের মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়া হতো। তবে তারা মূলত জুয়ারি। বিভিন্ন ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলতে গিয়ে তাদের পরিচয়। এরপর পরস্পরের যোগসাজশে চীনে ভেজাল ওষুধ তৈরি করে আমদানির পরিকল্পনা করে তারা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এ কর্মকর্তা বলেন, আমরা এমটিএক্স, ক্লোমাইড ও রিভোকন নামে এই তিন ধরনের ভেজাল ওষুধ পেয়েছি তাদের কাছে। এসব ওষুধ প্রতি পাতা তৈরি এবং আমদানিতে তাদের ব্যয় হতো ১২ টাকা। যেগুলো দেশে প্রতি পাতা বিক্রি করা হত দুই থেকে তিনশ টাকা। আর তারা এজেন্টদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করত।
সারাবাংলা/এসআর/টিএম/এমএ