Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের চিত্র সারা বিশ্বের কাছে বদলে গেছে : আইনমন্ত্রী


১৬ আগস্ট ২০১৮ ২০:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্তে বাংলাদেশের চিত্র সারা বিশ্বের কাছে বদলে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা এবং তার দৃঢ়তার কারণে বাংলাদেশ মর্যাদার আসনে বসেছে। নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করতে প্রধানমন্ত্রী যে দিন তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেইদিন অনেকেই হেসেছিল। কিন্তু আজকে পদ্মাসেতু নিজের টাকায় করার অভিপ্রায় এবং সেই স্বপ্নকে সত্য করার কারণেই কিন্তু বাংলাদেশের চিত্র বদলে গেছে সারাবিশ্বের কাছে।

তিনি বলেন, আজকে এ কথা আমাদের শুনতে হয় যে, এখানে মানবতাবিরোধী কাজ চলছে। হিউম্যান রাইটসের ব্যাপারে আমাদের অনেকেই জ্ঞান দেন। আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেই দিন আপনারা কই ছিলেন? সেই ২১ বছর আপনারা কই ছিলেন? যখন এই দেশে ইনডেমনিটি অর্ডিন্যান্স ছিল। আপনারা তো কেউ মুখ খুলে বলেন নাই এই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে হবে। এমন অনেক লোক আছেন যারা সেই দিন রাষ্ট্রপতি নির্বাচনে নমিনেশন পেয়েছিলেন নৌকা মার্কায়। কিন্তু ইনডেমনিটি অর্ডিন্যান্স তুলে নেওয়ার কথা দাবি কিন্তু তারা একবারও করেন নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে তার তালিকা আমি দিয়ে দিতে পারি। আগামীতে এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে হবে, তাহলে শুধু আপনাদের নয়, আপনাদের সন্তানেরাও বলতে পারবে আমাদের একটা দেশ আছে।

বিজ্ঞাপন

দেশকে সোনার বাংলায় রুপান্তর করে বঙ্গবন্ধুর প্রতি ঋণ পরিশোধ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, নিবন্ধন অধিদপফতরের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা বিনতে কাদির, অতিরিক্ত সচিব নাসরিন সুলতানা এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেডকে/এনএইচ

আরও পড়ুন,
এগিয়ে চলেছে ফাস্ট ট্র্যাক প্রকল্প, পদ্মা সেতুর অগ্রগতি ৬২ শতাংশ

আইনমন্ত্রী আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর