Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে বিশেষ ট্রাফিক অভিযান, ৫০ মোটরসাইকেল আটক


১৬ আগস্ট ২০১৮ ১৭:২৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পিরোজপুর: পিরোজপুরে পুলিশের বিশেষ ট্রাফিক অভিযানে ৫০টি মোটরসাইকেল আটক করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর পর্যন্ত চলে।

শহরের সিও অফিস মোড়ে অভিযান চলাকালীন সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান, ট্রাফিক পরিদর্শক মো. গোলাম মাওলা (পিপিএম), সার্জেন্ট আমিনুল কবির উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশব্যাপী পালিত ট্রাফিক দশক পালনের পরও মোটরসাইকেলের চালকেরা সচেতন না হওয়ায়, এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গাড়ির কাগজ না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেলগুলো আটক করে মামলা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

ট্রাফিক আইন ট্রাফিক সপ্তাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর