Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলনের নেতা সাখাওয়াতের জামিন নামঞ্জুর


১৬ আগস্ট ২০১৮ ১৫:১৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় একদিনের রিমান্ড শেষে সাখাওয়াতের জামিন নামঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।

সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলকে একদিনের রিমান্ড শেষে বুধবার (১৫ আগস্ট) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. সজীবুজ্জামান।

ওইদিন মামলাটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাখাওয়াতকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

আজ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান।

উল্লেখ্য,  গত ৮ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কর্তব্যকাজে বাঁধা দেয়ার অভিযোগের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এসএমএন

কোটা সংস্কার আন্দোলন জামিন নামঞ্জুর সাখাওয়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর