Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত


২৯ ডিসেম্বর ২০১৭ ১২:৪৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১২:৪৪

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুক্রবার সকালে একটি তেলবাহী ট্রেন লাইনচুত্য হয়েছে। এ ঘটনায় রেলপথে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আটকা পড়েছে সিলেট ও ঢাকাগামী কয়েকটি ট্রেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনের সিগনালে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমীন বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।’

সারাবাংলা/আইজেকে

ট্রেন তেলবাহী লাইনচ্যুত হবিগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর