ইতালিতে পার্লামেন্ট ভেঙ্গে দিলেন রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলা
২৯ ডিসেম্বর ২০১৭ ১২:৫১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৩:৩০
সারাবাংলা ডেস্ক
ইতালিতে পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলা। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ পার্লামেন্ট ভেঙ্গে দেন।
দেশটির রাষ্ট্রপতির অফিস থেকে পাঠানো একটি ই-মেইলে দেওয়া বিবৃতি অনুযায়ী, সংসদের এক সভা শেষে একটি ফরমান স্বাক্ষর করে দেশটির আইনসভার উভয় কক্ষ ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলা।
পরে মন্ত্রীসভার বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি আগামী ৪ মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
বর্তমান রাজনৈতিক অস্থিরতায় কোনো অসন্তোষ তৈরি হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায় দেশটির সংবাদমাধ্যম থেকে।
সারাবাংলা/টিএম/এমএ