চলন্ত বাস ঢুকে গেল বাসায়, স্কুলছাত্রীসহ নিহত ৩
১৫ আগস্ট ২০১৮ ১৩:৫০ | আপডেট: ১৫ আগস্ট ২০১৮ ১৮:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজশাহী নগরীর নওদাপাড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়েছে রাস্তার পাশের একটি বাসা ও দোকানে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন দুইজন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। স্থানীয়দের দাবি বাসটি চালাচ্ছিল চালকের সহকারী।
নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্রী রয়েছে। তার নাম আনিকা (১৩)। সে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে এবং শাহ মখদুম স্কুলের ছাত্রী। নিহত অন্য দুইজন হলেন স্থানীয় সবুজ (৩২) ও টিংকু (৩০)।
এ ঘটনায় মিতু নামের আরেক স্কুল ছাত্রী আহত হয়েছে। মিতুসহ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১ টার দিকে অ্যারো বেঙ্গল নামক একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসা ও লাবিবা লাইব্রেরি নামে একটি বইয়ের দোকানের মধ্যে ঢুকে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় জাহাঙ্গীর ট্রেডার্স নামের আরেকটি দোকান। এতে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, বাসটি চালক নয় তার সহকারী চালাচ্ছিল। সে অদক্ষ হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক সেই হেলপার পলাতক রয়েছে। বাকি যাত্রিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ।
সারাবাংলা/এসএমএন