Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকচাপায় যুবকের মৃত্যু


১৪ আগস্ট ২০১৮ ২২:২৫ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ২২:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর আগারগাঁও নতুন রাস্তা এলাকায় ট্রাক চাপায় জামিল হোসেন অপু (২৬) নামের এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৪আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অপুকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বাবা জানান, তারা মগবাজার গাবতলা এলাকার স্থানীয় বাসিন্দা। অপু শেওড়াপাড়া তার মামার গাড়ির এসির দোকানে কাজ করতো। সে প্রতিদিন বাসা থেকে বাইসাইকেলে করে যাতায়াত করত

প্রতিদিনের মত মঙ্গলবারও দোকান থেকে বাইসাইকেলে মগবাজারের বাসায় আসার সময় আগারগাঁও নতুন রাস্তা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়।

কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, বিকালে বাইসাইকেলে করে যাওয়ার সময় নতুন রাস্তা এলাকায় আসলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অপুকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সারাবাংলা/এসএসআর/জেডএফ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর