নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১৪ আগস্ট ২০১৮ ১৪:০৯ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ১৪:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁর মহাদেবপুর উপজেলার মগলিশপুরে ট্রাকের ধাক্কায় মোঃ আতিক হোসেন(১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, নিহত আতিক ফাজিল পরীক্ষা দেওয়া জন্য মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথে মহাদেবপুর-বদলগাছী সড়কের মাতাজী মগলিশপুর নামকস্থানে মহাদেবপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আতিক মারা যায়।
নিহত আতিক হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলক গ্রামের মৃত আব্দুল ওয়াহেবের ছেলে।
সারাবাংলা/এনএইচ