৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন
২৯ ডিসেম্বর ২০১৭ ১১:২৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১১:৩৭
স্টাফ করেসপন্ডেন্ট
৪ দফা দাবিতে মানববন্ধন শুরু করেছে সারাদেশের স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছে।
প্রেস ক্লাবে আজ শুক্রবার সকাল ১০ থেকে তারা এ আন্দোলন শুরু করে। বেলা ১২টা পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি।
স্বাস্থ্য সহকারীরা যে চার দফা দাবিতে আন্দোলন করেছে সেগুলো হলো— বেতন স্কেলসহ বৃদ্ধিসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, মূল বেতনের ৩০ ভাগ ভ্রমণ-ভাতা দেওয়া, প্রতি ৬,০০০ জন অনুসারে একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া ও ১০ ভাগ পোষ্যকোটা চালু।
কুমিল্লা থেকে আগত স্বাস্থ্য সহকারী কামুজ্জামান এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশ টেকনিক্যাল পদামর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ, জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের একাধিক কমিটির অনুকূল সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আদৌ তা বাস্তবায়ন হয়নি।’
তিনি বলেন, ‘আমাদের এ কর্মসূচি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। দাবি মানা না হলে আগামী পয়লা জানুয়ারি থেকে আমরা সারাদেশে ক্রম বিরতি পালন করব।’
সারাবাংলা/এআই/টিএম/আইজেকে