Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পুলিশের গুলিতে দুই ‘ডাকাত’ আহত


১৪ আগস্ট ২০১৮ ১০:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর শ্যামপুরের ধলেশ্বর এলাকায় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন। পুলিশের দাবি, এরা ডাকাতদলের সদস্য।

সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঘটনা ঘটে। আহত শাহীন (১৮) ও মাসুম (২০) কে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।

কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, গতরাতে ধলেশ্বর এলাকায় ১৫/১৬ সদস্যের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। বিষয়টি বুঝতে পেরে ওই ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোঁড়ে।

আত্মরক্ষায় পুলিশ সদস্যরা গুলি চালান। এতে বাকিরা পালিয়ে গেলেও পালাতে পারেননি গুলিবিদ্ধ শাহীন ও মাসুম। ফরে তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। পরে বিশেষায়িত চিকিৎসার জন্য নেওয়া হয় পঙ্গু হাসপাতালে।

এদিকে ডাকাতদলের ছোঁড়া ককটেলের আঘাতে আহত হয়েছেন এএসআই আইয়ুব ও কনেস্টেবল হাফিজ।

ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, একটি শাবল এবং একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

গুলিবিদ্ধ ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর