গোলাম সারওয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৩ আগস্ট ২০১৮ ২৩:০৩ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ২৩:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ আগস্ট) রাতে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। শোক বার্তায় প্রধানমন্ত্রী সাংবাদিকতার ক্ষেত্রে গোলাম সারওয়ারের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তার মৃত্যু এই ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনায় তিনি (গোলাম সারওয়ার) সবসময় উচ্চকণ্ঠ ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও তিনি ছিলেন সক্রিয়।’
বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ার সর্বশেষ দৈনিক সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার আর নেই
সারাবাংলা/এমও