ঘন কুয়াশায় বিমান উঠানামা বন্ধ
২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৫
সারাবাংলা ডেস্ক
ঢাকা : ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ রয়েছে।
সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেছেন, ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে। এ কুয়াশা স্বাভাবিক হলে বিমান চলাচল স্বাভাবিক হবে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবারও বিমান চলাচল অনেকটা সময় বন্ধ থাকে। এরপর ওইদিন সকাল সাড়ে ৯টার পর বিমান ওঠানামার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ।
সারাবাংলা/টিএম/এমএ