Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএমবির চার সক্রিয় সদস্যের ৫ দিনের রিমান্ড


১৩ আগস্ট ২০১৮ ১৯:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেএমবির সক্রিয় সদস্য আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) বিকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট পৌনে ৯টায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। সেই সময় তাদের কাছে থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই উত্তরা-পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এমও

জেএমবি সদস্য রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর