Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে সিরামিক বস্তিতে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৪

আগুন (প্রতীকী ছবি)

সারাবাংলা ডেস্ক

রাজধানীর মিরপুর ১২ নম্বরের সিরামিক বস্তিতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সোয়া এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা মিজানুর রহমান।

মিজানুর রহমান সারাবাংলাকে  বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর আমাদের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে রাত নয়টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি বিষয়ে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ এ ছাড়া সময় সেখান থেকে পাঁচ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/টিএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর