বিএনপি নেতারা অপ্রাসঙ্গিক কথা বলছে: হানিফ
১৩ আগস্ট ২০১৮ ১৫:৫০ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ১৫:৫৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপি নেতাদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে না, তাই হতাশ হয়ে নানা অপ্রাসঙ্গিক কথা বলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যেগে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা কেন আতঙ্কে ভুগবে? আমরা গ্রাম বাংলায় দেখেছি পাগলা কুকুর সবাই ভয় পায় বিএনপি কি নিজেকে সেই পাগলা কুকুর ভাবছে? যদি ভাবে তাহলে শুধু আওয়ামী লীগ কেন, সারাদেশের মানুষ আতঙ্কে ভুগবে।
সরকারের শেষ সময় এসেছে তাই স্বৈরাচারী শাসক হয়ে গেছে এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনারা আন্দোলনের নাম করে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারবেন, সরকারি, বেসরকারি সম্পদ ধ্বংস করবেন, তারপর মামলা হলে আইনগত কোন ব্যবস্থা নিলে তারপর বলবেন সরকার স্বৈরাচারী আচরণ করছে। আপনাদের কথা শুনে মনে হয় ভূতের মুখে রাম নাম।
হানিফ বলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আইন সবার জন্য সমান। এ দেশে অপরাধ করে মানুষ হত্যা করে রাজনীতির দোহাই দিয়ে পার পাবেন সেই সুযোগ নেই। অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবসময় তৎপর। তাই এ ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জামায়াতের আন্দোলন করার সামর্থ্য নেই, তাই তারা কোমলমতি শিশুদের ওপর ভর করেছিল। আর এই শিশুদের নাম করে ওই দিন আওয়ামী লীগ অফিসে হামলা করেছিল। তারপরও অনেক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে লেখা শুরু করে। কিন্তু কেন? সাংবাদিকতার নামে এমন হলুদ সাংবাদিকতা পৃথিবীর মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাইফুর রহমান তপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন মাহিসহ অন্যান্যরা।
সারাবাংলা/এমএমএইচ/এমএইচ