Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাস চাপায় রিক্সা চালকের মৃত্যু


১৩ আগস্ট ২০১৮ ১৫:৩১ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ১৫:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী বাসের চাপায় ধলা মিয়া (৩৫) নামের এক রিক্সা চালক মারা গেছেন। সোমবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ধলা মিয়া ইসলামপুর ইউনিয়নের ভিলিজার পাড়া এলাকার মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, মহাসড়কের খোদাইবাড়ী এলাকায় একটি রিক্সাকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে রিক্সা চালক ধলা মিয়া নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
মৃত্যুদণ্ডও হতে পারে সড়ক দুর্ঘটনায়

কক্সবাজার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর