Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালির মিলানে অষ্ট পরিষ্কার ও সংঘদান অনুষ্ঠান


১৩ আগস্ট ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ১৪:৪৮

।। সারাবাংলা ডেস্ক ।।

ইতালি থেকে: ইতালিতে বাংলাদেশ বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন মিলানের উদ্যোগে অষ্ট পরিষ্কার ও সংঘদান অনুষ্ঠান হয়েছে। রবিবার (১২ আগস্ট) মিলানের এক রেস্টুরেন্টে সকালে এই অনুষ্ঠান শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে।

এতে ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশি এবং শ্রীলঙ্কান প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগ দেন। এ সময় সংগঠন পরিচালনা ও প্রতি বছর এই সংঘদান অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকেরা। সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

উল্লেখ্য, প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের গড়া এই সংগঠন গত ছয় বছর ধরে নিভৃতে বাংলাদেশের বৌদ্ধ সমাজের সার্বিক সহযোগিতা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর