Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:০৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত থেকে শতাধিক যাত্রী এবং পণ্যবাহী যানবাহন নিয়ে ১১টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে।

এদিকে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমা অঞ্চলের হাজারো যাত্রী।

বিআইডব্লিউটিসি আরিচা অফিস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদী কুয়াশার আবরণে ঢাকতে থাকে। রাত ১১টার  দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়।

সারাবাংলা/আরএন/টিএম/এমএ

 

ঘন কুয়াশা নৌ_চলাচল_বন্ধ পাটুরিয়া_দৌলতদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর