Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাসহ ৩ মাদক পাচারকারী গ্রেফতার


১৩ আগস্ট ২০১৮ ১৪:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত একজন রোহিঙ্গা নাগরিকও আছেন বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (১২ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার শান্তিরহাট বাজার থেকে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ খবির হোসেন (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।

সোমবার ভোরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বরইতলী এলাকা থেকে ৯৩৩ ক্যান বিয়ারসহ মো.রফিক (২৭) ও মো.সলিমুল্লাহ (২৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

সলিমুল্লাহ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

মিমতানুর সারাবাংলাকে জানিয়েছেন, তিনজন মাদক পাচারকারী। তাদের বিরুদ্ধে পটিয়া ও টেকনাফ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমআই

ইয়াবা বিয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর