Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন আওয়ামী লীগের মতবিনিময়


১৩ আগস্ট ২০১৮ ১৪:০১

।। সারাবাংলা ডেস্ক ।।

ওয়াশিংটন থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যু দিবস ও একুশে আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আগামী ১৮ আগস্ট শনিবার এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ।

এ উপলক্ষে শনিবার (১১ আগস্ট) এক মত বিনিময় সভায় মিলিত হয় সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়ুয়া এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ। এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহমেদ ও মুজিবুর রহমানসহ অন্যান্যরা। তাদের সঙ্গে যোগ দেন ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল।

সভায় ১৮ আগস্ট অনুষ্ঠিতব্য দোয়া ও আলোচনা সভা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর