Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির মতবিনিময়


১৩ আগস্ট ২০১৮ ১৩:৩৪

।। সারাবাংলা ডেস্ক ।।

ওয়াশিংটন থেকে: যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হওয়া ফোবানা সম্মেলন নিয়ে এক মতবিনিময় সভা করেছে ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি। রবিবার (১২ আগস্ট) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জিআই রাসেল এবং পরিচালনা করেন মনির হোসেন। এতে উপস্থিত ছিলেন আকতার হোসেন, মজনু মিয়া, শামীম হায়দার, কামরুল ইসলাম কামাল, বুলবুল ইসলাম, জুয়েল বড়ুয়া, হারুনুর রশিদসহ আরো অনেকে। সভায় আটলান্টায় সদ্য অনুষ্ঠিত ৩২তম ফোবানা সম্মেলনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া ২০১৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণ নিয়েও মতামত দেওয়া হয়। এ সময় ফোবানা সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়াশিংটনের অন্যান্য প্রবাসী সংগঠনগুলোকে আহ্বান জানানোর ব্যাপারে সিদ্ধান্তে আসেন তারা।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর