Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম শিশু আদালত কক্ষের উদ্বোধন


১২ আগস্ট ২০১৮ ২০:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শিশু আদালতের বিচারিক কার্যক্রমের জন্য কোনো শিশু আদালত কক্ষের উদ্বোধন হয়েছে। দেশের শিশুদের জন্য এটাই প্রথম কোনো আদালত কক্ষ। ঢাকা মহানগর হাকিম আদালতের একটি কক্ষ বিশেষভাবে এই বিচারিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।

রোববার (১২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই শিশু আদালত কক্ষের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) সভাপতি বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যত। কোনো শিশুই অপরাধী হিসেবে জন্ম নেয় না। বরং পারিপার্শ্বিক পরিবেশের কারণে তারা অপরাধী হিসেবে গড়ে ওঠে।’

আরও পড়ুন- ক্ষতিপূরণ পেয়ে আদালতকে ধন্যবাদ জানালেন জিহাদের বাবা

তিনি বলেন, ‘অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আদালতের কাঠগড়া ও লালসালু ঘেরা আদালত কক্ষের পরিবর্তে শিশুদের বিচার করতে হবে একটি সাধারণ কক্ষে, আদালতের দিবস ও সময়ের বাইরে অন্য কোনো দিবস ও সময়ে। কিন্তু আমাদের আলাদা কোনো শিশু আদালত কক্ষ নেই। অসংখ্য মামলার ভারে ভারাক্রান্ত অতিরিক্ত দায়রা জজদের তাদের দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিশু আদালতের দায়িত্ব পালন করতে হয়।’

প্রধান বিচারপতি আরও বলেন, সারাদেশের শিশু আদালতগুলোতে ২১ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন। আর ঢাকার শিশু আদালতে বিচারাধীন আছে ১ হাজার ১২৪টি মামলা। এছাড়া ঢাকার জেলা আদালতগুলো ৪ লাখ ৩৯ হাজার ২৫২টি মামলা বিচারাধীন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঢাকার আদালতে ১ লাখ ২১ হাজার ১৭২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় আদালতের কর্মঘণ্টা পূর্ণ ব্যবহার করে মামলা নিষ্পত্তির হার দ্বিগুণ করতে বিচারকদের তাগিদ দেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে বিচারপতি ইমান আলী বলেন, দুই বছর আগে এসসিএসসিসিআর কার্যক্রম শুরু করে। এর মূল লক্ষ্যই হলো ২০১৩ সালের শিশু আইন বাস্তবায়ন করা। শিশুদের বিচার ব্যবস্থায় আজ একটি স্মরণীয় দিন। ঢাকার আদালতে শিশুদের জন্য একটি শিশু আদালত কক্ষ উদ্বোধন করা হলো।

জেলা জজের বিচারক হেলাল চৌধুরী বলেন, আইন কখন পরিবর্তন হতে পারে না। কিন্তু অপরাধ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।

অনুষ্ঠানে মহানগর দায়রা জজের বিচারক ইমরুল কায়েস, ঢাকা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআই/টিআর

শিশু আদালত শিশু আদালত কক্ষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর