Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে


১২ আগস্ট ২০১৮ ২০:০২ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ২১:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সন্ধ্যায় রিমান্ড শেষে শহিদুলকে আলমকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী।

এর আগে গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

আরও পড়ুন:
শহিদুল আলমের রিমান্ড চ্যালেঞ্জ করে রিট
বিএসএমএমইউতে আলোকচিত্রী শহিদুল আলম
জামিন পেলেন না শহিদুল আলম, ৭ দিনের রিমান্ড
আমার কোনো কমপ্লেইন নেই, চিকিৎসককে শহিদুল
শহিদুল আলমকে দ্রুত বিএসএমএমইউয়ে ভর্তির নির্দেশ
শহিদুলের জন্য রঘুর হৃদয়ে রক্তক্ষরণ, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি
সিএমএম কোর্টে নেয়া হচ্ছে শহীদুল আলমকে, মামলা আইসিটি অ্যাক্টে
আদালতের অনুলিপি নেয়নি ডিবি-ডিএমপি: শহিদুল আলমের আইনজীবী

সারাবাংলা/এআই/এমও

রিমান্ড শহিদুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর