Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মাসেই বৈঠকের সম্ভাবনা হাসিনা-মোদির


১২ আগস্ট ২০১৮ ২০:০৯ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ২০:১৩

।। কলকাতা থেকে ।।

চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বসার কথা রয়েছে।

আগামী ৩০ থেকে ৩১ জানুয়ারি নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে বিভিন্ন সদস্য দেশের প্রধানদের সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের কূটনৈতিক সুত্রে জানা গেছে, বিমসটেক সম্মেলনের পাশাপাশি সেখানে হাসিনা-মোদির বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে ভারতের জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারেন নরেন্দ্র মোদি। এ ছাড়া হাসিনাকে এনআরসি নিয়ে আস্বস্ত করার পাশাপাশি, রোহিঙ্গা সমস্যা নিয়ে দিল্লি যে ঢাকার পাশে রয়েছে সেই বার্তাও দেবেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি।  এ ছাড়া বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ইতোমধ্যেই ভারত ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আগামীতে এই সাহায্যের পরিমাণ আরও বাড়ানো হবে বলে হাসিনাকে আশ্বস্ত করতে পারেন নরেন্দ্র মোদি।

সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ নিয়েও শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ওই বৈঠক ইতিবাচক হবে, বলে ধারণা ভারতের কূটনৈতিক মহলের।

সারাবাংলা/এমআই

হাসিনা মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর