আগস্টের শেষ সপ্তাহে নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট ২০১৮ ১৯:৩৪ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ২০:১৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
আসন্ন ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশনে’ (বিমসটেক)-এর চতুর্থ শীর্ষ সম্মেলন-২০১৮ তে অংশ নিতে আগামী ৩০ আগস্ট নেপাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি মাসেই বৈঠকের সম্ভাবনা হাসিনা-মোদির
আগামী ৩০ ও ৩১ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারের যোগ দেওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/এমআই