Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় ১২ বছরের কিশোরকে একমাত্র জীবিত উদ্ধার 


১২ আগস্ট ২০১৮ ১৮:৪৮ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৮:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিদ্ধস্ত হয়ে ১২ বছর বয়সী এক কিশোর ছাড়া বাকি আট আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১২ আগস্ট) এই বিমান দুর্ঘনা ঘটে।

এর আগে শনিবার সুইজারল্যান্ডের তৈরি পাইলেটাস বিমানটি পাপুয়া প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রোববার সকালে ওকসিবিলি উপজেলার পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

পাপুয়া সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ড্যাক্স সিয়ানতুরি জানান, ‘যাত্রীদের মধ্যে একজনকে জিবীত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/এমআই

বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর