বাংলাদেশে একজন অভিভাবক আছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে: কাদের
১২ আগস্ট ২০১৮ ১৬:২১ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৬:২২
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির নির্ভরযোগ্য অভিভাবক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১২ আগস্ট) রাজধানীর কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ(এসআরসিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একইদিনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা প্রমাণ করেছো, বাংলাদেশে একজন অভিভাবক আছে সবার জন্য। যার কথায় তোমরা আন্দোলন থেকে ঘরে ফিরে গেছো। শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গেছো। আমি তোমাদের ধন্যবাদ জানাবো।’
তিনি বলেন, ‘নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। আরও তিনটি আন্ডারপাস অচিরেই নির্মাণ করার জন্য। একটি হচ্ছে, ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত। আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটি হবে, সংসদ সদস্য ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত। এছাড়াও ঢাকা থেকে এলেঙ্গার পথে আরও ৫টি আন্ডারপ্রাস নির্মিত হচ্ছে’ বলেও জানান কাদের।
নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। একটু ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করতে হবে। আপনারা অপেক্ষা করুন। আরও সুদিনের জন্য। আরও বেটার কমিউনিকেশনের দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা কিছু করিনি এটা ঠিক নয়। একসময় আরিচা সম্পর্কে বলা হতো যে, ‘মরতে যদি চাও, আরিচায় যাও’। এক সময় এই কথার প্রবাদ ছিল। সেই আরিচায় এখন দুর্ঘটনা নেই বললেই চলে। ১৪৪টি ব্ল্যাকস্পটের ৮০শতাংশ কাজ অলরেডি শেষ করেছি।
মন্ত্রী বলেন, আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারি, কিন্তু ওই র্যাকলেস ড্রাইভিং, যার নৃশংস শিকার এই রমিজ উদ্দিন স্কুল কলেজের দুইজন শিক্ষার্থীরা? তাই এই র্যাকলেস ড্রাইভিং বন্ধ করতে হবে।
এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি র্যাকলেস রাস্তা পারাপারও বন্ধ করার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৩৬টি ফুট ওভার ব্রিজ করেছি কিন্তু এর মধ্যে ৩৬টি ফুটওভার ব্রিজের মধ্যে ৪টিও ব্যবহার হয় না। পাশে রাস্তা পার হয়ে যাচ্ছে। ডিভাইডার ক্রস করে যাচ্ছে। কিন্তু ফুটওভার ব্রিজে কেউ উঠছে না। এক একটা ঘটনা ঘটলে দাবি ওঠে। নেত্রী নির্দেশ দেন। আমরাও করে দেই।
সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান ওবায়দুল কাদের। তিনি শিক্ষার্থীদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিজেদের মধ্যে পরিচালিত করার বিনীত অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের আন্দোলনে উত্তাল হয়ে উঠে রাজধানীসহ সারাদেশের শিক্ষার্থীরা।
সারাবাংলা/এনআর/এনএইচ