রং করে ‘ফিট’ করা হচ্ছে ফিটনেসবিহীন বাস!
১২ আগস্ট ২০১৮ ১৭:২৮ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৭:৩২
ঈদ আসছে। তার আগে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনের ফলে নড়েচড়ে উঠতে বাধ্য হয়েছে প্রশাসন। কিছুটা কঠোর হতে দেখা গেছে রাজধানীতে চলা ফিটনেসবিহীন বাস চলাচলে। ফলে বাধ্য হয়ে পুরনো বাসে রং করে নতুনের মতো করার চেষ্টা করছেন পরিবহন মালিকেরা। ঈদের পর রং করা ফিটনেসবিহীন বাসগুলো আবারও নিয়মিত যাত্রী পরিবহন করবে ঢাকা শহরের বিভিন্ন রুটে। দেখতে নতুনের মতো হলেও ফিটনেসবিহীন গাড়িতে ঝুঁকির মাত্রা থাকছে আগের মতোই। রাজধানীর ডেমরার পুরাতন গাড়ি মেরামত কারখানা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
রাজধানীতে চলাচলকারী অধিকাংশ বাসেরই এই অবস্থা।
ঘষে-মেজে রং করে নতুনের মতো করা হবে ফিটনেসবিহীন এই বাসগুলোর।
ঈদের অবিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ঈদের আগেই মাঠে নামানো হবে এই বাসগুলো।
পরিবর্তন করা হচ্ছে বসার আসনগুলো।
চলছে রঙের কাজ
ফিননেসবিহীন বাসটির একপাশ রং করে নতুনের মতো করা হয়েছ। দেখলে বোঝার উপায় নেই নতুন না পুরানো।
সারাবাংলা/এমআই