Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা সহজ ব্যাপার নয়: আইনমন্ত্রী


১২ আগস্ট ২০১৮ ১৫:৫৯ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৬:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশের বাইরে থেকে ফিরিয়ে আনার বিষয়টি সহজ নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন। এমনভাবে তারা পৃষ্ঠপোষকতা করেছেন যে তারা যেখানে গেছেন সেখানে দানা বেঁধে আছে।’

সচিবালয়ে রোববার (১২ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খুনিরা এক জায়গায় থাকছে না। তারা ঘন ঘন জায়গা পরিবর্তন করছে। ফলে তাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না।’

‘আমরা এরইমধ্যে দুইজন খুনির বিষয়ে তথ্য পেয়েছি। তাদের ফিরিয়ে আনতে জোর আইনি প্রক্রিয়া চলছে’ বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘খুনি রাশেদ চৌধুরী যেখানে থাকার কথা সেখানে নেই। বিষয়টি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছি। তারা বিষয়টি নজরে নিয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

আনিসুল হক বলেন, ‘খুনি নূর চৌধুরী কানাডায় আছেন। দেশটির সরকার তাকে রেসিডেন্ট এভিডেন্স দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আর দুই খুনির বিষয়ে তথ্য আমাদের কাছে আছে। কিন্তু সেই তথ্য এখন আমরা প্রকাশ করতে চাই না। তথ্য প্রকাশ হলে তারা সতর্ক হয়ে যাবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

আইনমন্ত্রী পলাতক খুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর