Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জাবি ছাত্রলীগের


১২ আগস্ট ২০১৮ ১৫:১৯

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ। রোববার(১২ আগস্ট) বেলা সোয়া ১২টায় মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে শুরু হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘যারা জাতির পিতাকে হত্যা করেছে তারা এখনো জীবিত আছে। এটা আমাদের নতুন প্রজন্মের কাছে লজ্জাজনক। তাই আমাদের দাবি অতি দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করার মধ্য দিয়ে এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আনা হয়েছিল। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এইচ মর্তুজা রিফাত, নাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, তারেক হাসান, অভিষেক মন্ডলসহ প্রায় দুইশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
জাবিতে রাস্তার বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর খুনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর