Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ডাকাতদলের হামলায় বৃদ্ধার মৃত্যু, টাকা-গহনা লুট


১২ আগস্ট ২০১৮ ১২:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁদপুরে ডাকাত দলের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১২ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম মৃত ফয়েজ উল্লাহ আল ফারুকের স্ত্রী। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভোরে ৫/৬ জনের মুখোশ পরিহিত ডাকাতের একটি দল চাঁদপুরের বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে সালেহা বেগমের ঘরে প্রবেশ করে। ওই ঘরে তিনি তার ছেলের স্ত্রী ও এক নাতনিসহ বাস করতেন।

ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে সালেহা বেগম ঘরের বাইরে গেলে মুখোশ পরিহিত ডাকাত দল তাকে জাপটে ধরে।

এ সময় ডাকাতদল বসতঘরে ঢুকে পুত্রবধূ তাহমিনা আক্তারের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা এবং স্বর্ণের গহনা লুট করে নেয়।

লুটপাটে বাঁধা দিলে সালেহা বেগমকে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ডাকাতরা।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় যুক্ত কাউকে এখনো আটক করতে পারেনি।

সারাবাংলা/এসএমএন

ডাকাত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর