Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ১২ আগস্ট


১২ আগস্ট ২০১৮ ০৮:২৯

।। বিচিত্রা ডেস্ক ।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

বিজ্ঞাপন

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৮৫১ – লোককবি পাঞ্জু শাহের জন্ম।

১৮৬৬ – নোবেলজয়ী [১৯২২] স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।

১৮৭৭ – বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।

১৮৮৭ – এর‌উইন শ্রোডিঙ্গার, অস্ট্রীয় পদার্থবিদ।

১৮৮০ – ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।

বিজ্ঞাপন

১৮৮৭ – অস্ট্রিয় পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার।

১৮৯৫ – বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

 

মৃত্যুদিন

১৮২৭ – ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।

১৮৪৮ – স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।

১৯৫৫ – জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।

১৯৬০ – সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরানী।

২০১০ – বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

 

উল্লেখযোগ্য ঘটনা

১৬০২ – আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।

১৬৭৬ – নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

১৭৬৫ – মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।

১৮৭৭ – টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।

১৮৯৮ – যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।

১৯০১ – বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯০৮ – বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।

১৯২২ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।

১৯২৬ – ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৪৪ – জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।

১৯৪৯ – জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷

১৯৫৩ – সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।

১৯৬০ – প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৭১ – মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।

১৯৭৬ – লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়৷

১৯৭৮ – জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।

১৯৮৫ – জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।

সারাবাংলা/এসবি

ইতিহাসে আজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর