Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


১১ আগস্ট ২০১৮ ২০:০৮ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ২০:০৯

ফাইল ছবি

।। স্পেশাল করেসপন্ডেট ।।

ঢাকা: ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, ভারত থেকে এরইমধ্যে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে এবং আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

শনিবার (১১ আগস্ট) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-নেপাল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আঞ্চলিক সহযোগিতার আওতায় বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায়। এতে উভয় দেশ উপকৃত হবে।’

তিনি বলেন, ‘এই স্মারক বিদ্যুৎ খাতের জন্য একটি প্লাটফর্ম বা কাঠামো তৈরি করবে যা বিদ্যুৎ বিনিময়, বিদ্যুৎ বাণিজ্য, গ্রিড সংযোগ, জলবিদ্যুৎ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সহযোগিতা বৃদ্ধি করবে। সহযোগিতাটি উভয় দেশকে লাভবান করবে এবং বিদ্যুৎ খাত সম্পর্কে উভয় দেশের জনগণ ও বেসরকারি সংস্থাকে উৎসাহিত করবে।’

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নেপালের পক্ষে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রী বৈশায়ন পুন অনন্ত স্বাক্ষর করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করে আর্থ-সামাজিক অবস্তার উন্নয়ন ও অগ্রগতির জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

বিজ্ঞাপন

এর মূল লক্ষ্য বিনিয়োগ ও বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের উন্নয়নসহ বিদ্যুৎ খাতে উভয়পক্ষের সহযোগিতা। অনুষ্ঠানে নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি, যৌথ বিনিয়োগে নেপালে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন ও বাংলাদেশের বিদ্যুৎ আমদানি, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার হোম সিস্টেম প্রসারে নেপালকে বাংলাদেশের সহযোগিতা, নেপালের আপার কারনালি জলবিদ্যুৎ প্রকল্প হতে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রী বৈশায়ন পুন অনন্ত বলেন, ‘বিদ্যুৎ খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশকে মডেল হিসেবে নিয়েছে। বাংলাদেশের প্রযুক্তিগত অভিজ্ঞতা নেপালের প্রয়োজন।’

এ সময় অন্যদের মাঝে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ বিষয়ক সচিব অনুপ কুমার উপাধ্যায়, নেপালের বিদ্যুৎ উন্নয়ন বিভাগের মহাপরিচালক নবিন রাজ সিং, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ফায়েজুল আমীন এবং আইপিপি সেলের পরিচালক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শহিদুল আলম ও আটক শিক্ষার্থীদের মুক্তি চেয়ে সংহতি সমাবেশ

সারাবাংলা/এএইচএইচ/এমও

জ্বালানি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি