Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলেন আরিফুল


১১ আগস্ট ২০১৮ ১৮:৫৬ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ২০:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদর উদ্দিন আহম্মেদ কামরানের চেয়ে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়েছেন।

১৩৪ কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।

শনিবার স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী।

গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ আরিফুল কামরান বিএনপি মেয়র নির্বাচন সিলেট সিটি সিলেট সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর