Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেহরুকে আত্মকেন্দ্রীক বলার পর দালাই লামার দুঃখ প্রকাশ


১১ আগস্ট ২০১৮ ১৭:১৪ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ১৭:১৮

।। কলকাতা থেকে ।।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সম্বন্ধে তার সাম্প্রতিক বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা।

ভারতের গোয়াতে কয়েকদিন আগে এই বিতর্কের সূত্রপাত। শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই একজন দালাই লামাকে প্রশ্ন করেন, কীভাবে নিজেদের জীবনের সিদ্ধান্তগুলি নেওয়া যায়। কীভাবেই বা, জীবনের চলার পথে ত্রুটি এড়ানো যায় ?

উত্তরে দলাই লামা বলেন, ‘আমি যখন জানতে পেরছিলাম, গান্ধীজী পার্টিশনের বিপক্ষে ছিলেন, অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। পাকিস্তানের থেকেও ভারতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। কিন্তু, অতীত তো অতীতই, মহাত্মা গান্ধী চেয়েছিলেন প্রধানমন্ত্রী হোক মোহাম্মদ আলি জিন্না। কিন্তু নেহরু তা চাননি। তিনি স্বার্থপর ছিলেন। তিনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই। ভারত ও পাকিস্তান আজও অখন্ডই থাকত, যদি নেহরুর বদলে প্রধানমন্ত্রী হতেন জিন্না। পন্ডিত নেহরু জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। কিন্তু, ভুল তো হয়েই যায়।’

দালাই লামা বলেছিলেন, ভারতবর্ষ একটি অখণ্ড দেশ থাকত, যদি মহাত্মা গান্ধীর পছন্দকে গুরুত্ব দিয়ে জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদটি মোহাম্মদ আলি জিন্নাকে ছেড়ে দিতে রাজি হতেন।

নেহরুকে ‘আত্মকেন্দ্রীক’ বলে সমালোচনাও করেছিলেন তিনি।

এরপর শনিবার তিনি বলেন, ‘আমার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদি কোনো ভুল কিছু বলে থাকি, তাহলে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’

সারাবাংলা/এমআই

জওহরলাল নেহরু দালাই লামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর