Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীর ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এএসআই ক্লোজড


১১ আগস্ট ২০১৮ ১৫:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়ার নয়ারহাটে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনিস্টিটিউটের (নিটার) এক শিক্ষার্থীর ল্যাপটপ ছিতাইয়ের চেষ্টার অভিযোগে আশুলিয়ার থানার সহকারী উপপরিদর্শক মামুন হোসেনকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

ঘটনার পর নিটার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত দুটি অভিযোগ দেওয়া হয়।

শনিবার (১১ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল অভিযোগ দুটি গ্রহণ করেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিটার শিক্ষার্থী নোমান তার ব্যবহৃত ল্যাপটপ বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সেই সূত্র ধরে গত রাতে সহকারী উপপরিদর্শক মামুন ল্যাপটপটি দেখতে চেয়ে নোমানকে বাইরে ডাকেন। এসময় মামুন সাদা পোশাকে আসেন। একটি মাইক্রোবাসে তার সঙ্গে ছিলেন দুই-তিনজন সোর্স। এক পর্যায়ে নোমানকে ভয় দেখিয়ে ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। পরে অন্য শিক্ষার্থীরা খবর পেয়ে তাদের আটকে ফেলে। পরে এএসআই মামুন তার পরিচয় দিয়ে পিস্তল বের করে ভয় দেখিয়ে পালিয়ে যায়। তবে এক সোর্সকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এই ঘটনায় নিটার পক্ষ থেকে এএসআই মামুনের বিরুদ্ধে সাধারন ডায়েরি করা হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মামুনসহ সোর্সদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে এএসআই মামুনকে বার বার টেলিফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সারাবাংলা/এসএমএন

এএসআই মামুন ল্যাপটপ ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর