Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্য অভিযানে ‘পার্কার সোলার প্রোব’


১১ আগস্ট ২০১৮ ১৩:২৭ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ১৩:৫৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির একটি স্যাটেলাইট উৎক্ষেপন করা হচ্ছে সূর্যের করনা অঞলের দিকে।

আজ শনিবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৩টা ৩৩ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে ডেলটা-ফোর হেভি রকেটে করে ‘পার্কার সোলার প্রোব’ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হবে।

প্রথমবারের মতো সূর্যের খুব কাছাকাছি যাবে এই স্যাটেলাইট পার্কার। এর আগে যেখানে ব্যর্থ হয়েছে অধিকাংশ স্যাটেলাইট উৎক্ষেপন অভিযান। পার্কার সেখানে সরাসরি সূর্যের বাইরের বায়ুমন্ডল বা করনাতে ঢুকে পড়বে। তার পাঠানো তথ্য থেকেই উন্মোচিত হবে সূর্যকে ঘিরে দীর্ঘ দিনের রহস্য।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি টিকে থাকতে সক্ষম।

এটি অন্য আর যেকোনো অভিযানের মতো নয়। নির্বিঘ্নে উৎক্ষেপনের জন্য মঙ্গলে পাঠানো কোনো স্যাটেলাইট বহনকারী রকেটের চেয়ে পঞ্চান্ন গুণ বেশি শক্তি সম্পন্ন রকেট ডেল্টা ফোর হেভি। পার্কার স্যোলার প্রোব বহনকারী রকেটটি একটি ফ্যামেলি কারের চেয়ে আকারে বড় এবং এটি লম্বায় ৭২ মিটার ও প্রস্থে ১৫ মিটার। এ ছাড়া রয়েছে ৬০০ টনের মতো জ্বালানি ধারণ ক্ষমতা।

উৎক্ষেপনের পর স্যাটেলাইট পার্কার ৭ বছরে মোট ২৪ বার সূর্যকে প্রদক্ষিণ করবে। সূর্যপৃষ্ঠ থেকে ৬ দশমিক ১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে সূর্যের বায়ুমন্ডলে অবস্থান করে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য পাঠাবে পার্কার।

‘এটিকে খুব বেশি কাছাকাছি বলে নাও মনে হতে পারে, কিন্তু কল্পনা কররুণ সূর্য এবং পৃথিবী মাত্র এক মিটার দূরে অবস্থিত’ বলেন ব্রিটিশ বংশোাদ্ভূত জন হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির বিজ্ঞানী ড. নিকি ফক্স।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির যান, যেটি ঘণ্টায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার গতিতে সূর্যকে প্রদক্ষিণ করবে। যে গতিকে চললে নিউ ইয়র্ক থেকে টোকিয়তে যেতে সময় লাগবে মাত্র এক মিনিট।

উৎক্ষেপন অভিযানের ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষৎকারে জানিয়েছেন, সব কিছু ঠিকমতো চলছে। আশাকরি সঠিক সময়েয় এটি উৎক্ষেপন করা যাবে।

সারাবাংলা/এমআই

পার্কার সোলার প্রোব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর