Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ওষুধের দোকানে ব্যবসায়ী খুন, দোকান মালিক পলাতক


১১ আগস্ট ২০১৮ ১১:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহে একটি ওষুধের দোকানে এক ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৪৫)।

শুক্রবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিশু হাসপাতালের সামনে ফিরোজা ফার্মেসিতে এই ঘটনা ঘটে। এরপর থেকে দোকানটির মালিক আমিরুল ইসলাম পলাতক রয়েছেন।

নিহত মিজানুর নহমান শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের মৃত মনোয়ার হোসেন মন্টু মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, মিজানুর রহমান রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। এরমধ্যে ফিরোজা ফার্মেসীর মালিক আমিরুল ইসলামকে দোকান বন্ধ করে একটি রক্তাক্ত ছরি হাতে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রাত ১১ টার দিকে দোকানের তালা ভেঙ্গে দেখতে পায় মিজানুর রহামনের লাশ। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। আমিরুল ইসলামই মিজানুর রহমানকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান মিলু মিয়া বিশ্বাস। তিনি জানান, মিজানুর রহমানের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করে মৃত্যুর আসল কারণ নির্ণয় করা হবে।

সারাবাংলা/এসএমএন

ঝিনাইদহ হত্যা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর