Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার সঙ্গে শিক্ষার্থীরা নয়, অছাত্ররা জড়িত: কাদের


১০ আগস্ট ২০১৮ ২২:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নাশকতায় জড়িত শিক্ষার্থীরা নয়, অছাত্রের কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাজনৈতিক প্রতিহিংসার হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগর এলাকায় যানবাহনের পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি নাকশতার সঙ্গে যারা জড়িত তাদের চিহিৃত করার পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলায় দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান।

এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইন্সেস নিজেই খতিয়ে দেখেন। তিনি আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের ২৩টি ব্রিজ ঈদের আগে খুলে দেওয়া হবে। এ ছাড়া বিশৃঙ্খলা প্রতিরোধে টাঙ্গাইল, মির্জাপুর ও গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঈদের চারদিন আগে র‌্যাব মোতায়েন করা হবে।

এ ছাড়া মহাসড়কের পাশে কোনো কোরবানীর পশুর হাট বসবে না বলেও নির্দেশনা দেন।

সারাবাংলা/এমআই

নাশকতা নিরাপদ সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর