জাবির ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর
১০ আগস্ট ২০১৮ ২০:০৮ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ২০:১৭
।। জাবি করেসপন্ডেন্ট ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার(১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(শিক্ষা) আবু হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যস্ত সময় সূচির কারণে ভর্তি পরীক্ষার সময় সূচি ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এর পরিবর্তে ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর করা হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কতটি আসনের বিপরীতে পরীক্ষা হবে তা পরবর্তী মিটিংয়ের পর জানা যাবে।
এর আগে বৃহস্পতিবার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৬ আগস্ট(বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ju-admission.org তে পাওয়া যাবে।
সারাবাংলা/এনএইচ