চট্টগ্রামে ৭ ‘ছিনতাইকারী’ গ্রেফতার
১০ আগস্ট ২০১৮ ১৯:৩১ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ১৯:৪৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) ভোরে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহার হওয়া পাঁচটি ছোরা পাওয়া গেছে।
গ্রেফতার হওয়া সাতজন হলেন- আব্দুর রহমান (২০), জাবেদ হোসেন (২০), মো. আলাউদ্দিন (১৯), মো. সোহেল (১৮), আব্দুল মতিন (২০), মো. মোরশেদ (২২) ও মো. সমশুল মুন্না (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, সাতজনই পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের জন্য তারা জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে আটকের পর মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এনএইচ
আরও পড়ুন,
চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার