Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাসায়নিক পল্লী’ স্থাপনের দাবি ব্যবসায়ী নেতাদের


১০ আগস্ট ২০১৮ ১৮:৪৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ব্যবসায়ি নেতারা দেশের রাসায়নিক ব্যবসায়ীদের সুবিধার্থে আলাদা রাসায়নিক পল্লী স্থাপনের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সরকারের ঘোষণার দ্রুত বাস্তবায়ন চায় তারা।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রিজ (প্রোডাক্টিভিটি অ্যান্ড রিলেটেড কেমিক্যাল)-এর এক সভায় তারা এসব দাবি জানান।

এ ছাড়াও ব্যবসায়ি নেতৃবৃন্দ রাসায়নিক ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন জটিলতার সমাধান আশা করেন।

সভায় আলোচকরা বলেন, দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকসহ কৃষিভিত্তিক শিল্প, ওষুধ শিল্প, জ্বালানি এবং গবেষণাগারসহ বিভিন্ন শিল্পেরই মূল উপাদান হচ্ছে রাসায়নিক। গত অর্থবছরে রাসায়নিক রপ্তানি করে বাংলাদেশ ১২ শ কোটি টাকা আয় করেছে। তাই এ খাতটির বিকাশ ও সঠিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া দরকার বলে তারা উল্লেখ করেন।

এ ছাড়া বক্তাগণ শিল্প প্রতিষ্ঠানসহ সকল কর্মক্ষেত্রে উৎপানশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ জনাব মো. নিজাম উদ্দিন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। জনাব নিজাম উদ্দিন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সুপারিশ সাপেক্ষে দেশের রাসায়নিক খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ উল্লাহ পলাশ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা জনাব এ টি এম মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এফবিসিসিআই সহসভাপতি জনাব মো. মুনতাকিম আশরাফ সভায় বক্তব্য রাখেন। এ ছাড়াও এফবিসিসিআই পরিচালক জনাব আবু মোতালেব, জনাব আজিজুল হক, মিসেস প্রীতি চক্রবর্তী এবং জনাব হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন।

সারাবাংলা/এমআই

এফবিসিসিআই ব্যবসায়ী নেতারা রাসায়নিক পল্লী