Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলমেট বিক্রি বেড়েছে রাজধানীতে


১০ আগস্ট ২০১৮ ১৮:১১ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ১৯:২০

।। হাবিবুর রহমান ।।

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে বেশ নড়েচড়ে উঠেছে রাজধনীর বাইক চালকরা। তার রেশ গিয়ে ঠেকেছে রাজধানীর হেলমেটের বাজারেও। ফলে ব্যস্ত সময় পার করছেন মোটরসাইকেল যন্ত্রাংশ ব্যবসায়ীরা। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগে যেখানে দিনে ১০ থেকে ১২টির বেশি হেলমেট বিক্রি হতো না, এখন সেখানে অনায়াসেই ৫০টির মতো হেলমেট বিক্রি হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ী দিনে শতাধিক হেলমেট বিক্রির কথাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা থাকলেও মানতো না কেউ। কিছু চালকদের হেলমেট ব্যবহার করতে দেখা গেলেও আরোহীদের বেশির ভাগই এড়িয়ে যেতেন।

সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় হেলমেট ছাড়া আরোহীদের মোটরসাইকেল থেকে নামিয়ে দিতে দেখা গেছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশও। আরোহীর হেলমেট না থাকলে চালককে মামলা দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়িতে সতর্ক হয়ে উঠেছেন চালক-আরোহী সবাই। এসব কারণেই মূলত ঢাকাসহ সারা দেশে বেড়েছে হেলমেটের বিক্রি।

বাংলামোটর রাজধানীর অন্যতম মোটরসাইকেল যন্ত্রাংশের বাজার। সেখানকার একাধিক দোকানে খোঁজ নিয়ে হেলমেট বিক্রি বৃদ্ধির সত্যতা মিলেছে।

বাংলামোটর ছাড়াও রাজধানীর মালিবাগ, বাসাবো, বনানী, উত্তরা, মিরপুর, বংশাল, পুরান ঢাকা, রামপুরা এলাকার মোটরবাইকের যন্ত্রাংশের দোকানগুলোয় বেড়েছে হেলমেটের বিক্রি পরিমাণ।

সারাবাংলা/এইচআর/এমআই

হেলমেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর